
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরার দৌলতকান্দি ব্রীজ পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো: নাজিম উদ্দিন জানান, বিকেলে তিনটার দিকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হয়, দৌলতকান্দি রেলব্রীজ পারাপারের সময় সিলেট ও চট্টগ্রামগামী যেকোন ট্রেনের ধাক্কায় ৫৫ বছর বয়সী এক বৃদ্ধ গুরুতর আহত হয়। এতে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। কিন্তু প্রযুক্তি ব্যবহার করেও তার পরিচয় শনাক্ত করা যায়নি। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর প্রচারের মাধ্যমে পরচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।