
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী শহর এলাকায় পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসী শাকিল মিয়া ওরফে ‘বড়ি শাকিল’ এবং সাজ্জাদ হোসেন নামে দুই দুর্ধর্ষ অপরাধীকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত এই দুই আসামীর বিরুদ্ধে অস্ত্র, খুন, মাদক ও অপহরণসহ ডজনখানেকেরও বেশি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পুলিশের নজরদারিতে ছিল।
নরসিংদী মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের চৌয়ালা এলাকায় অভিযান পরিচালনা করে সাজ্জাদ হোসেনকে (২১) গ্রেফতার করে। সে ওই এলাকার মনির হোসেনের ছেলে। পুলিশের তথ্যমতে, সাজ্জাদের বিরুদ্ধে খুন, ছিনতাই, অপহরণ ও মাদক সংক্রান্ত মোট ১৩টি মামলা রয়েছে।
তাকে নরসিংদী মডেল থানার মামলা নং-৩৯(১২)২৫, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড মূলে গ্রেফতার দেখিয়ে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে অপর এক অভিযানে সাটিরপাড়া (বকুলতলা) এলাকা থেকে ১৫টি মামলার আসামী শাকিল মিয়া ওরফে বড়ি শাকিলকে (৩০) গ্রেফতার করা হয়েছে। সে মৃত আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা বিচারাধীন রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, শাকিলকে একটি মামলার ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
নরসিংদী মডেল থানা পুলিশ জানায়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শহরকে অপরাধমুক্ত রাখতে এই ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। চিহ্নিত অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এই গ্রেফতারের ফলে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে বলে আশা করছে পুলিশ।