
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ পলাশ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রার্থীতা যাচাই-বাছাইয় শেষে এই তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মহসীন আহমেদ,, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ. এন.এম রফিকুল রফিকুল আলম সেলিম ও ইনসানিয়াত বিল্পব মনোননী প্রার্থী,ইঞ্জিনিয়ার ইব্রাহীম।
এর আগে গত ২৯ ডিসেম্বর নরসিংদীর পলাশ আসনে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নরসিংদীর পাঁচটি আসনের মধ্যে ২টি আসনে কার্যবিধি অনুযায়ী প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালিত হয়। আবেদনপত্রের শর্তপূরণ না হওয়ায় পলাশ নির্বাচনী আসনের ৩ জন ও বেলাব-মনোহররদী নির্বাচনী আসনের একজনসহ ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তারা আপিল কার্যক্রমে অংশ নিতে পারবে।