
সাব্বির হোসেন, নিজস্ব : নরসিংদী শহরে পৃথক ৩টি স্থানে অভিযান পরিচালনা করে আশিক মিয়া (২৫), আনোয়ার হোসেন (৩৩) ও স্বপন মিয়া (৩৫) নামে ৩ মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রায়পুরা থানা পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী শহরের ঘোষপাড়া এলাকার মৃত খলিল মিয়ার ছেলে আশিক মিয়া, রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন ও কিশোরগঞ্জের ভৈরব থানার কালিকা প্রসাদ গ্রামের (চরের কান্দা) গোলাপ মিয়ার ছেলে স্বপন মিয়া।
পুলিশ জানাশ, সোমবার রাত ১১টার ২০ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জামিরুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে নরসিংদী শহরের সাটিরপাড়া বকুলতলা এলাকা থেকে মাদক ব্যবসায়ী আশিক মিয়াকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
অপরদিকে একই দিন রাত ৯টা ৫৫ মিনিটে এসআই জামিরুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া রাঙ্গামাটি ২নং পানির টাংকি এলাকা থেকে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
সন্ধ্যা সাড়ে ৫টায় রায়পুরা থানার এসআই মোঃ আবুল হাসান হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট ডিউটি করাকালীন রায়পুরা উপজেলার মাহমুদাবাদের লিজা জর্দ্দা কোম্পানীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ স্বপন মিয়াকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এসব ঘটনায় নরসিংদী মডেল থানা ও রায়পুরা থানায় ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।