
মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী শহরে গুণগত ও মানসম্মত ঔষধ বিক্রির মাধ্যমে সেবা দেয়ার লক্ষ্যে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসি শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তরোয়া (জেলখানার মোড়) ল্যাব এইড ডায়াগনস্টিকস এর পাশের বিল্ডিংয়ে ফিতা কেটে এ মেডিকেল হলের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামিম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক এস এম সুলতানুল আরিফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর নরসিংদীর ঔষধ তত্বাবধায়ক সিরাজুম মনিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম ভূইয়া, প্ল্যান ভিউ এর প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য বিল্লাল হোসেন ভূইয়া, বিশিষ্ট শিল্পপতি ইউনুস ফকির, জাতীয় অর্থপেডিক হাসপাতাসহযোগী অধ্যাপক ডা. আওলাদ হোসেন রিপন, নরসিংদী সদর হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. গোলাম সোহরাব হোসেন,
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোস্তফা কামাল খান, হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জসিম উদ্দিন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন,
কেয়ার মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সহকারী অধ্যাপক ডা. এহতেশামুল হক, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আবদুস সামাদ আজাদ, নরসিংদী জেলা হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আবু জায়েদ, ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির কর্ণধার মো: আক্তার ভূইয়া।