
মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিসহ একাধিক পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নুরুল ইসলাম নূরচানের ‘সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সমালোচনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে শিবপুর প্রেসক্লাব মিলনায়তনে সাহিত্যের সন্ধানে শিবপুর উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ এবং বিশিষ্ট সাহিত্য অনুরাগী আবুল হারিস রিকাবদার।
সাহিত্যের সন্ধানে শিবপুর উপজেলা কমিটি সভাপতি কবি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাহিত্যের সন্ধানে সংগঠনের প্রতিষ্ঠাতা আসাদ সরকার। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আবদুল মান্নান ভূঁইয়া কলেজের সহকারী অধ্যাপক ও সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটির উপদেষ্টা কবি খাদেম রসুল সরকার এবং সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটি উপদেষ্টা, সাহিত্য সমালোচক মঈনুল ইসলাম মিরু।
সাহিত্যের সন্ধানে শিবপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সায়েম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ইকবাল হোসেন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম, সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটির উপদেষ্টা কবি ও লেখক এড. মাহবুব আলম লিটন, সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটির সাধারণ সম্পাদক ইমদাদুল হক খোকন, সদস্য কবি ও গল্পকার মিলন বাশার ও শিবপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক রবিউল হাসান। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন কবি, সাহিত্যিক, লেখক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
জানা যায়, কবি সাহিত্যিক ও লেখক নূরুল ইসলাম নূরচান পেশায় একজন সাংবাদিক। তিনি সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যকর্মে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার লেখার মূল উপজীব্য বিষয় হলো, মুক্তিযুদ্ধের চেতনা, সমাজের অবহেলিত মানুষের কথা। এছাড়াও তার রচিত কবিতায় সমসাময়িক বিষয়গুলো উঠে আসে। কবিতায় উঠে আসে প্রেম ও দ্রোহের কথা, পাশাপাশি উঠে আসে খেটে খাওয়া মানুষের দুঃখ দুর্দশার কথা।
সাংবাদিক, কবি ও সাহিত্যিক নুরুল ইসলাম নূরচান বলেন, আমার গল্প, উপন্যাস ও কবিতার বই নিয়ে সাহিত্যবিদগ্ধ জনদের কাছ থেকে এত উচ্চ প্রশংসা পাবো- কোনদিন ভাবি নি। পাশাপাশি কিছু সমালোচনা হয়েছে। এই সমালোচনা আমার ভবিষ্যতের পাথেয় হয়ে থাকবে।