মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন শাখা কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে খড়কমারা সিএন্ডবি বাজারে আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করবেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী আন্তঃ জেলা আঞ্চলিক শাখার সভাপতি ও নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক।
বাংলাদেশ মানবাধিকার কমিশন বাঘাব ইউনিয়ন শাখার সভাপতি মো: আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম খোরশেদ আলম, মো: ইসমাইল সরকার, মো: আব্বাস উদ্দিন কবির, দপ্তর সম্পাদক আবু সাঈদ মোগল সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোমেন খান, কার্যনির্বাহী সদস্য ডা: আবুল ফায়েজ ভূইয়া, ওবায়দুল্লা সরকার।