নরসিংদীর শিবপুরে উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশের পরিচয় খুঁজছে শিবপুর মডেল থানা পুলিশ।আনুমানিক ৩২বছর বয়সের লাশটির পরনে ছিল জিন্স প্যান্ট ও ডোরাকাটা টি শার্ট।
জানা যায়, গত সোমবার (২৬ সেপ্টেম্বর) লাশটি উপজেলার দুলালপুর ইউনিয়নের বাহেরখোলা গ্রামের আসাদ মীরের বাড়ির পূর্ব পাশে পরিত্যক্ত একটি পুকুর থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার শেষে ময়না তদন্তের দুদিন পেরিয়ে গেলেও লাশের কোনো পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ লাশ হিসেবে লাশটি দাফন করা হবে বলে জানান পুলিশ।
এই বিষয়ে শিবপুর মডেল থানার এসআই মোক্তার হোসেন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বাদী হইয়া এজাহার দায়ের করেন। থানার মামলা নং-২২,তাং-২৬/৯/২২,ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়। মামলাটি তদন্ত করিতেছেন এসআই মো: আফজাল মিয়া। এখন পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কেউ এই অজ্ঞাত যুবকের পরিচয় জানতে পারলে শিবপুর মডেল থানার এসআই মো: আফজাল মিয়ার মোবাইল নম্বরে (01716312911) যোগাযোগ করতে তদন্ত কর্মকর্তা অনুরোধ করেছেন।
শিবপুর মডেল থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, লাশটির এখনো পর্যন্ত কোন পরিবারের খোঁজ পাওয়া যায়নি। তাই লাশটির সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করছেন তিনি।