এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় তীব্র তাপদাহের কারণে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও রহমতের বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করা হয়েছে।
আজ শুক্রবার (২৬ এপ্রিল) ইসলামী যুব আন্দোলন রায়পুরা থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক আমীনুল ইসলাম শামীম’র আয়োজনে বেলা ১১টায় রায়পুরা পৌরসভা মাঠে মুসল্লীদের অংশগ্রহণে এই নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেছেন রায়পুরা বাজার মসজিদের সাবেক ইমাম হাফেক মাওলানা ইলিয়াস হোসেন।
নামাজ শেষে শ্রীরামপুর বাজার মাদ্রাসার ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক মুনাজাত পরিচালনা করেন। মোনাজাতে আল্লাহর কাছে নিজেদের পাপ মুক্তি এবং রহমতের বৃষ্টির জন্য কান্না করে প্রার্থনা করেন মুসল্লিরা।