সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পাঁচদোনায় বজ্রপাতে ধান মাড়াইয়ের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মে) সন্ধায় পাঁচদোনা ইউনিয়নের চাকশাল গ্রামের একটি ফসলের মাঠে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাঁচদোনা ইউনিয়ের ভাটপাড়া গ্রামের তাহের আলীর ছেলে বিজয় মিয়া (১৮) ও সুনামগঞ্জের মধ্যনগর এলাকার কবির মিয়া (২৬)।
স্থানীয়রা জানান, আজ সন্ধায় চাকশাল গ্রামের এক ফসলের মাঠে কৃষকসহ ধান কাটার ৪ জন শ্রমিক ধান মাড়াইয়ের কাজ করছিলেন। এসময় বৃষ্টির সাথে বজ্রপাতও শুরু হয়। এতে ঘটনাস্থলেই কবির মিয়া নামের তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।
বাকি ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক বিজয় মিয়া নামে আরেকজনকে মৃত ঘোষণা করেন। আহত সিরাজ মিয়া ও সৌরভ মিয়া নামে দুইজন এই হাসপাতালে ভর্তি আছে।
পাঁচদোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির হোসেন নরসিংদীর কন্ঠস্বরকে জানান, আজ সন্ধায় আমাদের এলাকায় বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২ জন।