1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর শিবপুরে রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পলাশ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শিবপুরে সরকারি রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে খনন, ভেঙে পড়ার আশঙ্কা দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনি নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামীলীগ: প্রেস সচিব নরসিংদীর বেলাবতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার নরসিংদীর বেলাবতে অপহরণের পর স্কুল ছাত্রকে হত্যা, বিচারের দাবীতে মানববন্ধন মনোহরদীতে সেতুর নিচে পড়েছিল যুবকের বস্তাবন্দি লাশ মহানবী (সা.)-কে অবমাননার দায়ে পপতারকার মৃত্যুদন্ড

পলাশে সৈয়দ জাবেদ তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৮৪ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে উপজেলা চেয়ারম্যান পদে সৈয়দ জাবেদ হোসেন তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। বুধবার (৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এসময় কয়েকটি কেন্দ্রে দোয়াত কলম প্রতীকের সমর্থকরা জাল ভোট প্রদান করেন। এ খবর পেয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার নির্দেশে সেই ভোট গুলো বাতিল করা হয়।

এদিন পুলিশ, র‍্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পুরো উপজেলা নিরাপত্তা চাদরে ঢাকা থাকায় বড় ধরনের কোন সহিংসতা ছাড়াই পলাশ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়। ভোট গণনা শেষে কেন্দ্রে কেন্দ্রে ভোটের ফলাফল প্রকাশ করা হয়। এর আগে প্রার্থী ও ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

পরে রাত ১১টায় পলাশ উপজেলা পরিষদের হলরুমে সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জীবন ইবনে মাসুম বেসরকারিভাবে সৈয়দ জাবেদ হোসেনকে চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকে সৈয়দ জাবেদ হোসেন পেয়েছেন ৩১ হাজার ৩৪৮ ভোট। তার নিকটতম প্রতীদ্বন্ধী দোয়াত কলমের শরীফুল হক পেয়েছেন ৩০ হাজার ৯৭৬ ভোট। আর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কারী উল্লাহ সরকার বই প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৬৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ কাইয়ুম উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৩৫ ভোট।
মহিলা ভাইস পদে সেলিনা আক্তার কলস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ১১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিমা সুলতানা লাকী হাস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬৬১ ভোট |

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT