1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

পলাশে সাংবাদিক সংগঠন প্রতিষ্ঠা হওয়ার ইতিহাস

লেখক সাংবাদিক নাসিম আজাদ
  • প্রকাশিতঃ রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৭৭ বার

প্রিয় মাতৃভূমি বাংলাদেশ রাষ্ট্রের জন্ম মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১এর ১৬ ডিসেম্বর। তখন আমরা ছিলাম ঢাকা জেলার কালীগঞ্জ থানার আওতাধীন। কালীগঞ্জ থানার পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা পূর্ব এলাকা ঘোড়াশাল-পলাশ। ১৯৭৭ সালে ততকালীন বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক পলাশ থানা’র জন্ম। আর সাংবাদিকতায় আসি ১৯৯১ সালে সাংবাদিক হাবিবুল্লাহ বাহার সম্পাদিত নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘নরসিংদীর খবর’ এর মাধ্যমে। নরসিংদীর খবরের সাথে আমরা যেসব সংবাদ কর্মীরা কাজ করতাম তাদের মধ্যে অন্যতম সাংবাদিক হলধর দাদা, কবি ও ছড়াকার এমদাদুল ইসলাম খোকন, তোফাজ্জল ভাই, বর্তমানে দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টর ও বাংলাভিশনের সাংবাদিক মাজহারুল পারভেজ মন্টি,নূরচান ভাই, কামাল ভাই, মস্তফা ও জাকির হোসেন মিকোয়ান, চরসিন্দুরের বাদল চন্দ্র বর্মন সহ আরও অনেকে। তারপর দৈনিক রাজপথ বার্তা।ঠিক ১৯৯২ সাল থেকেই আমাদের পলাশের সাংবাদিক ভাইদের সাথে কথা হচ্ছিল একটি সাংবাদিক সংগঠন কিভাবে গঠন করা যায়। তখন আমি বয়সের দিক থেকে ছিলাম সর্বকনিষ্ঠ।বেশির ভাগ সময়ই আমি শুধু সিনিয়রদের কথা শুনতাম। তারাও আমাকে খুবই আদর করতো। প্রথমে এব্যাপারে কথা হয় জাকির হোসেন মিকোয়ান ভাইয়ের সাথে তারপর কামাল ভাই পর্যায়ক্রমে বোরহান মেহেদী ভাই সহ অনেকের সাথে। ঠিক ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যার পর আমরা প্রায় ১৬/১৭ জন সাংবাদিক বসলাম ঘোড়াশাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দুইতলার একটি রুমে।তখন পলাশ থানায় এই কয়েকজন সাংবাদিকই ছিল। আমার এখনো মনে পরে ততকালীন ইউপি চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন সাহেব নিজ হাতে তালা খুলে দিয়ে বসার ব্যাবস্থা করে দিয়েছিল। সাংবাদিক সংগঠন গঠনকল্পে বোরহান মেহেদীর সভাপতিত্বে শুরু হয় সবার কার্যক্রম। যতটুকু মনে পরে সভাপতি প্রার্থী ছিল দু’জন। বেশির ভাগ সাংবাদিকদের মতামতের ভিত্তিতে জনকণ্ঠের সাংবাদিক বোরহান মেহেদী ভাইকে সভাপতি ও রুপালীর সাংবাদিক এস এম সফি ভাইকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। এর আগে পলাশ থানায় কোন সাংবাদিক সংগঠন গড়ে উঠেনি। অরিজিনিয়াল সমস্ত ডকুমেন্টস এখনো আমার কাছে রক্ষিত আছে। বর্তমানে পলাশ উপজেলায় বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন গড়ে উঠছে হয়তো ভবিষ্যতে আরও সাংবাদিক সংগঠন গড়ে উঠবে কিন্তু ইতিহাসকে যেন আমরা কেউ ভুলে না যাই। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে চাই। বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই হোক আমাদের একমাত্র অঙ্গিকার। সাংবাদিক সমাজ আবারও হয়ে উঠুক জাতির বিবেক। সকল সাংবাদিক সংগঠন ও সাংবাদিক ভাইদের জন্য দোয়া ও শুভকামনা। উদয় হোক শুভ বুদ্ধির, গড়ে উঠুক সহমর্মিতা। দেশ গঠনে রাখুক অগ্রণী ভুমিকা। গড়ে উঠুক ইস্পাত কঠিন ঐক্য।

লেখক : সাংবাদিক নাসিম আজাদ, ২১ এপ্রিল ২০২৪ ইং

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT