1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খোকা : আমীর হামজা (রাসকিন আহমেদ জুয়েল) নরসিংদীর রায়পুরায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২  বেলাবতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় গর্ভবতী মায়ের অপুষ্টিতে ভোগা শিশুর মেধা বিকাশে অন্তরায় তেমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সফলতায়ও : আমির হামজা মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ, আহত ২৫ পলাশে শিশু হত্যার অভিযোগে যুবকের যাবজ্জীবন ত্যাগী নেতা মাসুদ রানাকে আগামীদিনে মূল্যায়ন করবে বেলাব উপজেলাবাসী পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে শিক্ষার্থীও বিএনপির সংঘর্ষ, আহত ২০ পলাশে কীটনাশকের দোকানে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি নরসিংদীর নতুন সিভিল সার্জন ডা. আমিরুল হক

বেলাব নির্বাচন অফিসের পতিত জমিতে সবজি চাষ, মিটবে চাহিদা

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৩৩৮ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলা নির্বাচন অফিসের পাশে পতিত জমিতে বিষমুক্ত সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল।

সরেজমিন গিয়ে দেখা গেছে, নির্বাচন অফিসের সবজি বাগানে বিভিন্ন প্রজাতির শাকসবজি রয়েছে। যেমন টমেটো, শশা, পেপে, ঢেরশ, বেগুন, কুমড়া, ডেঙ্গা, ডাঁটা, মিষ্টি কুমড়া, আলু ইত্যাদি। এ ছাড়া পুইশাক, লালশাক, ডাঁটাশাক, ধনেপাতা, মরিচ ইত্যাদিও রয়েছে।

জানতে চাইলে নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল বলেন, সবজি বাগান করা আমার ছোট থেকেই শখ। প্রথমে শখের বশে সৌন্দর্য বর্ধন ও সময় কাটানোর জন্য পুইশাক লাগাই। পরে (ইউএনও) স্যারের উৎসাহ, সহযোগিতা ও পরামর্শে নানা ধরনের সবজির গাছ লাগাই। পরবর্তীকালে এ বাগান সমৃদ্ধ করার ব্যাপারে আমাকে বড় ধরনের সহযোগিতা ও উৎসাহ দেন স‍্যার। বর্তমানে আমি বাগান থেকে বিষমুক্ত সবজি পাই, যা আমাকে পুষ্টির চাহিদা পূরণে সহায়তার করে।

উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা বলেন, প্রধানমন্ত্রী ঘোষনা এক ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবেনা। উক্ত ঘোষনা বাস্তবায়নে আমাদের নির্বাচন অফিস একটি সুন্দর উদ্যোগ গ্রহন করেছে। আমি তাকে উৎসাব দেই এবং আমি নিজেও পতিত জায়গায় সবজি চাষ করি। যার ফলে বিষমুক্ত সবজি পাওয়া সম্ভব। উক্ত সবজি যেমন স্বাস্থ্যের জন্য উপকার ঠিক তেমনি অর্থের যোগানও দেয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT