আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলা নির্বাচন অফিসের পাশে পতিত জমিতে বিষমুক্ত সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল।
সরেজমিন গিয়ে দেখা গেছে, নির্বাচন অফিসের সবজি বাগানে বিভিন্ন প্রজাতির শাকসবজি রয়েছে। যেমন টমেটো, শশা, পেপে, ঢেরশ, বেগুন, কুমড়া, ডেঙ্গা, ডাঁটা, মিষ্টি কুমড়া, আলু ইত্যাদি। এ ছাড়া পুইশাক, লালশাক, ডাঁটাশাক, ধনেপাতা, মরিচ ইত্যাদিও রয়েছে।
জানতে চাইলে নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল বলেন, সবজি বাগান করা আমার ছোট থেকেই শখ। প্রথমে শখের বশে সৌন্দর্য বর্ধন ও সময় কাটানোর জন্য পুইশাক লাগাই। পরে (ইউএনও) স্যারের উৎসাহ, সহযোগিতা ও পরামর্শে নানা ধরনের সবজির গাছ লাগাই। পরবর্তীকালে এ বাগান সমৃদ্ধ করার ব্যাপারে আমাকে বড় ধরনের সহযোগিতা ও উৎসাহ দেন স্যার। বর্তমানে আমি বাগান থেকে বিষমুক্ত সবজি পাই, যা আমাকে পুষ্টির চাহিদা পূরণে সহায়তার করে।
উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা বলেন, প্রধানমন্ত্রী ঘোষনা এক ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবেনা। উক্ত ঘোষনা বাস্তবায়নে আমাদের নির্বাচন অফিস একটি সুন্দর উদ্যোগ গ্রহন করেছে। আমি তাকে উৎসাব দেই এবং আমি নিজেও পতিত জায়গায় সবজি চাষ করি। যার ফলে বিষমুক্ত সবজি পাওয়া সম্ভব। উক্ত সবজি যেমন স্বাস্থ্যের জন্য উপকার ঠিক তেমনি অর্থের যোগানও দেয়।