সাইফুর নিশাদ, নিজস্ব প্রতিবেদক : মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ।
আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ১৫৯ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় সফরকারী ইংল্যান্ড। দলীয় ৫ রানের মাথায় অভিষিক্ত তানভীর ইসলামের শিকার হয়ে ফিরে যান ফিল সল্ট। সল্টের বিদায়ে তিনে ব্যাট করতে নামা জশ বাটলারকে সঙ্গী করে শুরুর প্রতিরোধ গড়েন অন্য ওপেনার দাওহিদ মালান।
তবে ব্যক্তিগত ৫৩ রানের মাথায় মালানকে ফিরিয়ে ৯৫ রানের ভয়ঙ্কর এই জুটি ভেঙে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন মোস্তাফিজুর রহমান। ৪৭ বলে ৬ চার আর ২ ছক্কায় ৫৩ রান আসে মালানের ব্যাট থেকে। সঙ্গীকে হারানোর পরের বলে মিরাজের দুর্দান্ত থ্রোতে ফিরেন বাটলার করেন ৪০ রান।
দলের এমন অবস্থায় উইকেটে থিতু হতে পারেনি মঈন আলি তাসকিনের শিকার হয়ে ফিরেন ৯ রান করে। ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেনি বেন ডাকেট এবং স্যাম কারান। শেষদিকে ক্রিস ওকস আর জর্ডান চেষ্টা করলেও নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪২ রানে আটকে যায় ইংলিশদের ইনিংস। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন দুইটি উইকেট। একটি করে উইকেট নেন সাকিব, তানভীর এবং মোস্তাফিজুর রহমান।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ সূচনা পায় বাংলাদেশ। তবে ব্যক্তিগত ২৪ রানের মাথায় ইংলিশ স্পিনার আদিল রশিদকে ফিরতি ক্যাচ দিয়ে রনি তালুকদার ফিরলে ভাঙে ৫৫ রানের টাইগারদের উদ্বোধনী জুটি। রনির বিদায়ে তিনে ব্যাট করতে নামা নাজমুল হোসেনকে সঙ্গী করে আরেকটি বড় জুটি গড়েন অন্য ওপেনার লিটন দাশ। তবে ব্যক্তিগত ৭৩ রানের মাথায় লিটন ফিরলে ভাঙে ৮৪ রানের বাংলাদেশ দ্বিতীয় উইকেট জুটি। ক্যারিয়ারের নবম টি-টোয়েন্টি অর্ধশতক তুলে নেওয়া লিটন ৫৭ বলের ইনিংসটি সাজিয়েছে ১০ চার আর ১ ছক্কায়।
লিটনের বিদায়ে এইদিন ব্যাট হাতে ঝড় তুলতে পারেনি সাকিব আল হাসান। অন্যদিকে লিটনকে যোগ্য সঙ্গ দেওয়া নাজমুল হোসেন শান্ত অপরাজিত থাকেন ৪৭ রান করে। শেষ ৫ ওভারে মাত্র ২৭ রান তুলতে পারলে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫৮ রানের মাঝারি সংগ্রহ পায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ ১৫৮/২ (২০ ওভার), লিটন ৭৩ (৫৭), নাজমুল ৪৭* (৩৬) জর্ডান ১/২১, রশিদ ১/২৩, ইংল্যান্ড ১৪২/৬ (২০ ওভার), মালান ৫৩ (৪৭) বাটলার ৪০ (৩১), তাসকিন ২/২৬, মোস্তাফিজুর ১/১৪
ফলাফল : বাংলাদেশ ১৬ রানে জয়ী।