মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে পুলিশি বাঁধার মুখে মাইক ও ব্যানার ছাড়াই সংক্ষিপ্ত আকারে সাংগঠনিক সভা করেছে জাতীয় পার্টি (জাপা)। পুর্ব নির্ধারিত সময়ে আজ শনিবার বিকালে বানিয়াদী গোল চত্বরে উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি উপলক্ষে সাংগঠনিক সভা শুরু করলে পুলিশ এসে বাঁধা দেয় এবং মাইক ও ব্যানার টানাতে নিষেধ করে। পরে পুলিশি বাঁধার মুখে মাইক ও ব্যানার ছাড়াই সংক্ষিপ্ত আকারে সভা শেষ করে উপস্থিত নেতৃবৃন্দরা।
উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নরসিংদী জেলা জাতীয় পার্টির আহবায়ক শফিকুল ইসলাম শফিক।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ এস এম জাহাঙ্গীর পাঠানের সভাপতিত্বে ও জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মৃধা, এডভোকেট আবুল হাসানাত মাছুম,
মো. ফররুখ আহাম্মেদ, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান জাকির, জেলা ছাত্র সমাজের আহবায়ক আবেদ আলী মিশু, সদস্য সচিব মাহবুব আলম প্রমূখ। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এ এস এম জাহাঙ্গীর পাঠানকে আহবায়ক ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক কাদির কিবরিয়াকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।