আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে প্রতীক বরাদ্দের পর পরই প্রচারণার মাঠে নেমেছেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। এতে করে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা।
বৃহস্পতিবার (২ মে) মনোহরদী ও বেলাব উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান।
বেলাব উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ সমসের জামান ভূইয়া রিটন মোটর সাইকেল, মোঃ শরীফ উদ্দিন খান মোমেন কাপ-পিরিচ, ভাস্কর অলি মাহমুদ ঘোড়া, মোঃ আমান উল্লাহ আনারস, মোঃ গোলাম মোস্তফা দোয়াত-কলম, মোঃ জোনায়েদ হোসেন পারভেজ টেলিফোন ও মোঃ মাজহারুল হক চিংড়ি মাছ প্রতীক দেয়া হয়।
পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বই মার্কা, মেহেদী হাসান রতন বৈদ্যুতিক বাল্ব, মোঃ খলিলুর রহমান উড়োজাহাজ, মোঃ খোর্শেদ আলম টিউবওয়েল, মোঃ সাইফুল ইসলাম টিয়া পাখি, মোঃ হুমায়ুন কবির চশমা, মোহাম্মদ ইমদাদুল হক (ফরিদ) মাইক ও মোহাম্মদ রফিকুল ইসলাম তালা প্রতীক দেয়া হয়।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শারমীন আক্তার খালেদা প্রজাপতি, নাজমুন্নাহার আমিনা হাঁস, মোসা: রহিমা বেগম সেলাই মেশিন, বিলকিছ বেগম ফুটবল ও রেহেনা বেগম কলস প্রতীক দেয়া হয়।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শারমীন আক্তার খালেদা বলেন, আমার পছন্দ অনুযায়ী প্রতীক প্রজাপতি পেয়েছি। এতে আমি আনন্দিত। প্রতীক পাওয়ার পর পরেই উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে ও বাজারে গণসংযোগ করেন।
চেয়ারম্যান প্রার্থী ভাস্কর অলি মাহমুদ বলেন, ‘পছন্দের তালিকায় ঘোড়া প্রতীক ছিল। অন্য প্রার্থীরও এ প্রতীক পছন্দ করায় লটারি হয়, এতে আমি আমার পছন্দের প্রতীক পেয়ে যাই।’
চেয়ারম্যান প্রার্থী মোঃ শরীফ উদ্দিন খান মোমেনের নেতা–কর্মীরা প্রতীক পাওয়ার পরে উপজেলার বিভিন্ন ওয়ার্ডে মোটর সাইকেল শোডাউন দিয়ে প্রচারণা শুরু করে।
চেয়ারম্যান প্রার্থী মোঃ শরীফ উদ্দিন খান মোমেন বলেন, আমার পছন্দ অনুযায়ী প্রতীক কাপ-পিরিচ পেয়েছি। এতে আমি আনন্দিত।’
দ্বিতীয় পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে বেলাব উপজেলার চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে চেয়ারম্যান ৭ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৮ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন। আগামী ২১ মে এ বেলাব উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব ধরণের পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং অফিসার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মুশফিকুর রহমান।প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার নির্দেশনা দেন তিনি।