আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার চর উজিলাব একতা বাজারের সাবেক সভাপতি ও চর উজিলাব ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী ইসলাম উদ্দিন এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) বিকাল ৪ টায় চর উজিলাব ইউনিয়ন মুক্তিযোদ্ধা ও চর উজিলাব একতা বাজারের ব্যবসায়ীবৃন্দের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় চর উজিলাব ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের (ভারপ্রাপ্ত) কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সমসের জামান ভূঁইয়া রিটন, চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শফিকুল ইসলাম সম্রাট,
সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার,দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন আফ্রাদ, নরসিংদী জেলা কমিউনিষ্ট পাটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিম উদ্দিন মোস্তফা, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ মশিউর রহমান পিন্টু,
নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মোঃ মিজানুর রহমান,নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক সাইফুল হক জেকু, নরসিংদী পৌরসভা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মোঃ সুমন মিয়া’সহ বেলাব উপজেলা মুক্তিযোদ্ধা বৃন্দ। উল্লেখ্য গত ২১ শে মার্চ ২০২৩ ইং বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ইসলাম উদ্দিন মারা যায়।