শেখ মানিক : নরসিংদী শিবপুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আশ্রাফপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে ওই সংস্থার সদস্যদের মাঝে কম্বল বিতরণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি লাভলী সুলতানা খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন মোল্লার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান খান, ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্য এডভোকেট শামীম হাসানসহ আরো অনেকে।