আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ হতে দুলালকান্দি বড় বাড়ি জামে মসজিদের উন্নয়নকল্পে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে দুলালকান্দি বড় বাড়ি জামে মসজিদের সভাপতির হাতে উক্ত অনুদান স্বরুপ নগদ টাকা প্রদান করা হয়েছে।
বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আনিসুল হকের তত্ত্বাবধানে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দুলাল কান্দি বড় বাড়ি জামে মসজিদের সভাপতি হাজী মোঃ আব্দুর রশিদ,বেলাব প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ আলী হোসেন,সদস্য আলমগীর পাঠান, প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিনিধি মোঃ মোবারক হোসেন’সহ প্রমূখ।
উল্লেখ্য যে, বিগত সময়ে প্রতিবন্ধীও অসহায়দের সাহায্যার্থে অর্থনৈতিক সাহায্যে করে সকলের প্রশংসা কুড়িয়েছেন আগামী ও এই রকর সাহায্যের হাত প্রসার থাকবে বলে সংগঠনের পক্ষ হতে বলা হয়েছে।