নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৬ নভেম্বর) সকালে নরসংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এ মেলা উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল জাকি, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
এবারের ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৬৯টি স্টলে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উদ্ভাবন প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করেছে। এছাড়াও ডিজিটাল সেবা, উদ্ভাবনী উদ্যোগ, দক্ষতা উন্নয়ন এবং হাতের মুঠোয় সেবা এই চার ক্যাটাগরিতে ৪টি প্যাভিলিয়ন রাখা হয়েছে।