আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : পুস্তক সমিতির নীতিমালা মানবো, বই ব্যবসায় সমৃদ্ধি আনবো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বেলাব উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার গ্র্যােন্ড নবাব রেস্টুরেন্টে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বেলাব উপজেলা শাখার সভাপতি মোঃ সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে মোঃ রবিউল নির্বাচিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বাপুস এর সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নরসিংদী জেলা নীতিমালা বাস্তবায়ন কমিটির আহবায়ক গোলাম সারোয়ার, নরসিংদী জেলা নীতিমালা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম ঝিনুক।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বাপুস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, বাপুস মনোহরদী শাখার সভাপতি সিরাজ উদ্দিন সরকার বুরুজ, বাপুস নরসিংদী জেলা শাখার কোষাধ্যক্ষ মো’ রায়হান উদ্দিনসহ প্রমুখ।