1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু পলাশে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

ঈদের আগে ৩ দিনে এলো ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৫৭ বার
Oplus_131072

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু কেনাকাটা, নতুন পোশাক ও পারিবারিক ব্যয় মেটাতে বড় অঙ্কের রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। চলতি জুন মাসের প্রথম তিন দিনেই তারা দেশে পাঠিয়েছেন ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৪২৯ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ঈদের ঠিক আগে এমন রেমিট্যান্স প্রবাহ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং বাজারে নগদ অর্থের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গ্রামীণ অর্থনীতি হয়ে উঠেছে আরও গতিশীল।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ঈদুল আজহা সামনে রেখে প্রতি বছরই প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠান। কারণ, এ সময় দেশে পশু কোরবানি, উপহার প্রদান, পোশাক কিনে দেওয়া ও স্বজনদের আর্থিক সহায়তার প্রয়োজন বেড়ে যায়।

অর্থনীতিবিদদের মতে, এই রেমিট্যান্স প্রবাহ শুধু প্রবাসী পরিবারের আর্থিক সক্ষমতা নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতে চাঙ্গাভাব আনে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর হাতে নগদ অর্থের জোগান বৃদ্ধির মাধ্যমে ব্যবসা-বাণিজ্যেও গতি ফেরে।

এদিকে সরকার এবং বাংলাদেশ ব্যাংক বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে নানা প্রণোদনা চালু রেখেছে। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং চ্যানেল সহজ হওয়ায় হুন্ডির মতো অবৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা অনেক কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারায় চলতি অর্থবছরের প্রকৃত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুনের ৩ তারিখ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮১১ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৯.৮০ শতাংশ বেশি। গত অর্থবছরে একই সময়ে এ আয় ছিল ২ হাজার ১৬৬ কোটি ডলার।

মাসওয়ারি হিসাব অনুযায়ী: মার্চ ২০২৫: রেকর্ড ৩২৯ কোটি ডলার (সর্বোচ্চ), মে: ২৯৭ কোটি ডলার (ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ), ফেব্রুয়ারি: ২৫২ কোটি ৮০ লাখ ডলার, জানুয়ারি: ২১৯ কোটি ডলার, ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার, নভেম্বর: ২২০ কোটি ডলার, অক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪১ লাখ ডলার, আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ডলার, জুলাই: ১৯১ কোটি ৩৭ লাখ ডলার ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর টানা ৮ মাস ধরে দেশে রেমিট্যান্স এসেছে দুই বিলিয়ন ডলারের ওপরে। বিশ্লেষকদের মতে, রেমিট্যান্সে এই ঊর্ধ্বগতি দেশের অর্থনীতি পুনরুজ্জীবনে বড় অনুঘটক হিসেবে কাজ করছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT