1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
শতভাগ জিপিএ ৫ পেয়ে দেশসেরা নরসিংদীর এনকেএম স্কুল রায়পুরায় মোবাইল কোর্টে ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা আদায় পলাশের যুবদল নেতা মনিরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার রায়পুরা ম্যারাথনের প্রস্তুতি ও রেজিষ্ট্রেশন শুরু করেছে আয়োজক কমিটি নরসিংদীতে ট্রেনের ভিতরে যাত্রীকে হত্যা: পালিয়ে থাকা অভিযুক্ত আসামি গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পলাশের আহসানুরের ব্রেন স্টোকে মৃত্যু এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০ জুলাই খন্দকার আইটির কর্ণধার, খন্দকার মোঃ আলমগীর হোসেন এর জন্মদিন আজ পলাশের ডাঙ্গায় সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসী ভাইয়ের লাশ আনার পথে দুর্ঘটনায় আরও দুই ভাইয়ের মৃত্যু

নরসিংদীতে মরহুম কামাল মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টিপু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর কামাল মোল্লা স্মরণে “মরহুম কামাল মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ইং” সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা জজ কোর্ট মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার মধ্য দিয়ে এ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়।

সোহরাব একাদশ বনাম টিপু স্মৃতি সংঘ এ দুটি ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৪-৩ গোলের ব্যবধানে টিপু স্মৃতি সংঘ জয়লাভ করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত ৬০ মিন্টের খেলায় কোন দলই গোল করতে না পারায় গোলশূন্য অবস্থায় খেলার জয়-পরাজয় নির্ধারিত হয় ট্রাইবেকারে। পরে ট্রাইবেকারে করা পাঁচটি ফ্রি শটের মধ্যে টিপু স্মৃতির সংঘ চারটি শট জালে জড়াতে সমর্থ হয়।

অপরদিকে সোহরাব একাদশের দুইজন খেলোয়াড় তাদের করা ফ্রি শট জালে জড়াতে ব্যর্থ হলে খেলার ফলাফল ৪-৩ গোলের ব্যবধানে নির্ধারিত হয়। খেলার চূড়ান্ত ফলাফলে টিপু স্মৃতি সংঘ ৪-৩ গোলে জয়লাভ করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে নরসিংদী জেলা বিএনপি আহ্বায়ক সদস্য ওসমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজীত দলের টিম ম্যানেজার ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা মুজাহিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক ওয়াহাব মোল্লা। এর আগে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন নরসিংদী সদর সাব রেজিস্ট্রি অফিসের সভাপতি মো. সাখাওয়াত হোসেন (নান্নু মোল্লা)।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ায় টিপু স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি টুটুল শিকদার তার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে মহান আল্লাহ তালার কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। পাশাপাশি দলের খেলোয়ারদের ধন্যবাদ এবং আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT