নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার রামচন্দদী এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫ কেজি গাঁজাসহ অন্তর (২০) নামে ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামী হলো ময়মনসিংহ জেলার হালয়াঘাট থানার বাউসী গ্রামের রমজান আলীর ছেলে অন্তর (২০)।
আজ বুধবার রাত ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ সিপিএসসি নরসিংদী সিনিয়র সহকারী পরিচালক, ক্যাম্প কমান্ডার মোঃ খলিলুর রহমান।
এসময় ক্যাম্প কমান্ডার মোঃ খলিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামী আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে পারস্পরিক যোগসাজসে নিয়মিত কুমিল্লাসহ বিভিন্ন সীমান্তবতর্কী এলাকা হতে এসব মাদকদ্রব্য নিয়ে এসে নরসিংদী ও তার আশে পাশের এলাকায় বিতরণ করে।
এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুড়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার রামচন্দদী এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজাসহ পরিবহনের ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।