
এম আজিজুল ইসলাম, রায়পুরা : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর রায়পুরায়।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা ছাত্রদল কর্তৃক রায়পুরা অডিটরিয়ামে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী মুন্সী, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুছ মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সদস্য আলতাফ হোসেন ভুইয়া আমজাদসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলের আগে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন- তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। দেশের মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে তারা মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রহমান খান। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সমগ্র জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।