মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে ভিটি খৈনকুট গ্রামের ২শ জন রোজাদারদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন “আমরা মানবতার কাজে নিয়োজিত” সংগঠনের প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান রানা।স্পেন প্রবাসী মো.কামরুজ্জামানের সহযোগিতায় শুক্রবার বিকেলে যোশর ইউনিয়নের ভিটি খৈনকুট গ্রামে এসব খাবার বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান রানা জানান, আমি একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও সমাজের অসহায় মানুষদের জন্য কিছু একটা করার চিন্তা থেকেই আমার এই উদ্যোগ। সমাজের বিত্তবানদের সহযোগিতায় প্রতি শুক্রবার দুপুরে শতাধিক অসহায় মানুষকে খাওয়ানো হয়। তিনি বলেন, এখন যেহেতু রমজান মাস তাই প্রতি শুক্রবার রোজাদারদের মাঝে ইফতার হিসেবে রান্না করা খাবার বিতরণ করছি। সপ্তাহে অন্তত একদিন এলাকার দুস্থ মানুষের মুখে ভালো খাবার তুলে দিতে পারছি। তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।