1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শতভাগ জিপিএ ৫ পেয়ে দেশসেরা নরসিংদীর এনকেএম স্কুল রায়পুরায় মোবাইল কোর্টে ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা আদায় পলাশের যুবদল নেতা মনিরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার রায়পুরা ম্যারাথনের প্রস্তুতি ও রেজিষ্ট্রেশন শুরু করেছে আয়োজক কমিটি নরসিংদীতে ট্রেনের ভিতরে যাত্রীকে হত্যা: পালিয়ে থাকা অভিযুক্ত আসামি গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পলাশের আহসানুরের ব্রেন স্টোকে মৃত্যু এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০ জুলাই খন্দকার আইটির কর্ণধার, খন্দকার মোঃ আলমগীর হোসেন এর জন্মদিন আজ পলাশের ডাঙ্গায় সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসী ভাইয়ের লাশ আনার পথে দুর্ঘটনায় আরও দুই ভাইয়ের মৃত্যু

শিবপুরে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন সরকার স্বরণে দোয়া মাহফিল

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৪৭ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোশাররফ হোসেন সরকার এর স্বরণে দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের উদ্যোগে শুক্রবার দুপুরে বাঘাব গ্রামের সরকার বাড়িতে এই আয়োজন করা হয়।

এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী, উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেক রিকাবদার (কালা মিয়া),

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মৃধা, বীর মুক্তিযোদ্ধা এ কে নাসিম আহমেদ হিরন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ সরকার প্রমূখ।

মোশাররফ হোসেন সরকার দীর্ঘদিন যাবৎ আমেরিকায় পরিবারের সাথে বসবাস করছিলেন। গত ২৩ জানুয়ারি আমেরিকার ভার্জিনিয়ায় বাংলাদেশ সময় ভোর সারে চারটা ইন্তেকাল করেন। ২৭ জানুয়ারি মরহুমের মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন স্বজনরা। পরে বাদ জুম্মা বাঘাব দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT