মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে আজকিতলা এইচ এম এ আলী দাখিল মাদ্রাসায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবু হানিফের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার।
মাদ্রাসা সুপার এ কে এম খুরশিদ আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবদুল খালেক, জয়নগর ডিগ্রি কলেজের প্রফেসর ড: জামাল উদ্দিন ভূইয়া, আজকিতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ, জয়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির মিষ্টার, বর্তমান সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়াসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।