মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে হযরত জয়নাল শাহ (রাঃ) এর স্বরণে দুইদিন ব্যাপী ১০২ তম বাৎসরিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে সমাপনী অনুষ্ঠানে পালাগান পরিবেশন করেন বাউল শিল্পী পাগল মনির ও আমির দেওয়ান।
সমাপনী অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধারা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভূইয়া।উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম রাব্বানী, শিবপুর পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি হিরন প্রধান,
শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শহীদুল ইসলাম শাহীন, খড়িয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূইয়া, সামসুল মিয়া, আব্দুর রব রিকাবদার, আজিজুর রহমান রিপন, আলমগীর খান, মনির সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি হারুন মিয়া প্রমূখ।