মোঃ আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলার পলাশ থানা সেন্ট্রাল কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মোঃ আমীর হোসাইন গাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের সাংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ থানা সেন্ট্রাল কলেজের প্রভাষক শহিদুল হক সুমন ও প্রতিষ্ঠানটির শিক্ষার্থী কাজী রেজওয়ানা মাইসা প্রমুখ।