মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বিরাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও নানাবিধ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রব খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান,
শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, ইউপি সদস্য হাজী দুলাল মিয়া, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন প্রমূখ। এছাড়াও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।