মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় বিপ্লব চক্রবর্তীকে সভাপতি ও অজয় কৃষ্ণ গোস্বামীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এর আগে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় কৃঞ্চ গোস্বামীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ঘোষ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, বিজয় কৃঞ্চ গোস্বামী, জ্যোতিরাম দাস,
যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মলয় বর্মন, প্রনব সাহা সেন্টু, তন্ময় দাস তনু, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বিনয় কৃঞ্চ গোস্বামী, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরি সদস্য বিনয় চক্রবর্তী, সুবল চন্দ্র শর্মা, শ্রী প্রীতম দাস রনি, রতন চন্দ্র দাস প্রমুখ।