“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” শ্লোগানে নরসিংদীর পলাশ উপজেলার ৫ টি কিশোর-কিশোরী ক্লাবের ১৩০ জন প্রতিযোগির মধ্যে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে পলাশ উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট ক্লাবের সদস্য ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।