মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বাঘাব ইউনিয়নের ৪০০ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন যুক্তরাষ্ট্রের মেট্রো ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহসিনা জান্নাত রিমি।
আজ রবিবার (২৫ ডিসেম্বর) সকালে নাওহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ছিদ্দিক মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাষ্টারের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মৃধা, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি রুবেল ভূইয়া প্রমুখ।