মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ শনিবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা গোলচত্বরে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজি মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান, শিবপুরের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য সৈয়দ ফজলুর রহমান,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও মুক্তিযোদ্ধকালীন গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মৃধা প্রমূখ।
এসময় জেলা, উপজেলা,পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।