মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে খাদ্য ও স্বাস্থ্য সংকট মোকাবিলায় জনসাধারণের জীবনমান উন্নয়নে কৃষি, প্রাণীসম্পদ ও পরিবার পরিকল্পনা খাতে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ১ হাজার পরিবারের মাঝে বিনামূল্যে সার, বীজ, গবাদিপশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে বুধবার (৭ ডিসেম্বর) সকালে দুলালপুর ইউনিয়ন পরিষদে এসব সার, বীজ বিতরণ ও সেবা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: হারুনুর রশীদ খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, দুলালপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা,
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বনিক।
প্রতি কৃষকের মাঝে ১০ প্রকারের (লালশাক, পুইশাক, পালনশাক, ডাটা, লাউ, মিস্টি কুমড়া, করলা, জিঙ্গা, মরিচ, মুলা) দুইশত টাকার বীজ ও তিন কেজি ডিএপি সার প্রদান করা হয়। একইসাথে গবাদিপশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়।