মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বিসিক শিল্পনগরী এলাকায় চৌধুরী গার্মেন্টে অগ্নিকাণ্ডে নিহত পোশাক শ্রমিকদের স্বরণে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে।
মান্নান ভূইয়া পরিষদের উদ্যোগে রবিবার (২৭ নভেম্বর) বিকালে কারারচরে বিসিক শিল্পনগরী জামে মসজিদ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
মান্নান ভূইয়া পরিষদ বিসিক শিল্পনগরী শাখার সভাপতি মাসুদ ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মান্নান ভুইয়া পরিষদের উপদেষ্টা মাহবুবুল হক ভূইয়া, সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক মোল্লা,
ইউপি সদস্য রতন মিয়া, পরিষদের প্রচার সম্পাদক খোরশেদ আলম মিয়াজি, বিশিষ্ট সমাজসেবক মিয়া মো: বেনুজির, সোলমান মোল্লা, আনোয়ার হোসেন, মফিজুল মিয়া, কামাল হোসেন, ইসমাইল মিয়া, আরিফ ভূইয়া প্রমুখ।
উল্লেখ্য ২০০০ সালের ২৫ নভেম্বর বিসিক শিল্পনগরী এলাকায় চৌধুরী গার্মেন্সে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৪ জন পোশাক শ্রমিক মারা যায়।