সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : “চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর জেলার পলাশ উপজেলার সামাজিক সংগঠন ড্রিম ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিনব্যাপী উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন এলাকায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
ড্রিম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি জিসান মিয়া বলেন, আমরা অসহায় হতদরিদ্র মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলছি। সমাজের কাছে দোয়া ছাড়া আমাদের বিশেষ কোনো চাওয়া নেই। আমাদের যতটুকু আছে তা নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। আজ আমরা প্রথম দিন কম্বল বিতরণ শুরু করেছি যা সামনের দিন গুলোতেও অব্যাহত থাকবে।
কম্বল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক রবিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফাহিম মিয়া, কোষাধক্ষ আলহাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ মিয়া সহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।