মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা পর্যায়ে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশ গ্রহণ করে প্রকল্প উপস্থাপন ক্যাটাগরিতে (উচ্চ মাধ্যমিক পর্যায়ে) দ্বিতীয় স্থান অর্জন করায় আনন্দ মিছিল করেছে শিবপুরের হাজী আফসার উদ্দিন ভূঁইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
আজ রোববার (২০ নভেম্বর) বেলা ১২ টার দিকে র্যালীটি ইন্সটিটিউটের ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো ক্যাম্পাসে এসে শেষ হয়।
এর আগে শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণ করে ১ম স্থান অর্জন করে শিক্ষা প্রতিষ্ঠানটি।
এসময় শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও হাজী আফছার উদ্দিন ভূইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সদস্য খোকন ভূইয়া ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোবারক হোসেন প্রমুখ।