নরসিংদীর শিবপুর পৌরসভার বাজনাব দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন রাস্তার মাঝখানে বাঁশের বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে ওই এলাকার প্রভাবশালী আব্দুল গফুর ভূঁইয়া ও তার ভাই বিল্লাল ভূঁইয়ার বিরুদ্ধে। তারা একই গ্রামের মৃত আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকটি পরিবারের সদস্যদের।
বুধবার (১৬ নভেম্বর) সরে জমিনে গিয়ে জানা গেছে, শিবপুর পৌরসভার বাজনাব দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার পরে বিশাল বাঁশ-বাগানের নিচে যাতায়াতের মাটির রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশ কয়েকটি পরিবারের ।
এ ঘটনায় এলাকায় সামাজিকভাবে কয়েক দফা আলোচনা করে আব্দুল গফুর ভূঁইয়া ও তার ভাই বিল্লাল ভূঁইয়া তা না মানায় এলাকাবাসী পক্ষ থেকে পৌর প্রশাসকের নিকট অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে আব্দুল গফুর ও তার ভাই বিল্লাল জানান, আমারা রাস্তায় বেড়া দেয়নি। রাস্তার জন্য তিন ফুট ছেড়ে আমাদের জমির ওপরের বেড়া দিয়েছি।
এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড কমিশনার জাহাঙ্গীর জানান, রাস্তায় বাঁশের বেড়া দেওয়ায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। যেহেতু রাস্তাটি ব্যক্তি মালিকানা তাই সামাজিকভাবে বসে সমাধান করার জন্য বলেছি।
নিউজ / শিবপুর সংবাদদাতা / এস. এম / ০৩. ৩৫ পিএম