ফারদিন হাসান দিপ্ত, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে স্পট রেজিষ্ট্রেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ও শনিবার সারাদিন ব্যাপি পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের পূনর্মিলনী কন্ট্রোল রুমে এই ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।
প্রাক্তন ছাত্র ছাত্রী এসোসিয়েশনের সভাপতি রাহিমা আক্তার ও সহ সভাপতি আবুল হাসনাত মাসুম এর উপস্থিততে উক্ত ক্যাম্প্যাইন এ পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সরাসরি এসে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন।
এছাড়া উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির সদস্য ইকবাল মিয়া, আরিফুল ইসলাম রিপন, গুরুপদ বাড়ৈ সহ সিনিয়র সদস্য বৃন্দ। উক্ত কার্যক্রম পরিচালনা করেন তথ্য ও প্রচার কমিটির আহব্বায়ক আলমগীর মোল্লা রবিন ও বিভিন্ন ব্যাচের প্রক্তনীগন।
উল্লেখ্য যে, আগামী ৬ জানুয়ারি ২০২৩ পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন এর সময়সীমা আগামি ১২ ডিসেম্বর ২০২২ পর্যন্ত নির্ধারন করা হয়েছে।