নিজস্ব প্রতিবেদক : “উদ্ভাবনী জয়োল্লাস স্মার্ট বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে একদিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে এই মেলার উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার , মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দফতর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।