মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বৈশ্বিক সংকট নিরসনে ভোজ্য তেলের ঘাটতি পূরণে তেল জাতীয় ফসলের (সরিষা) আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৭ নভেম্বর) সকালে শিবপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা পরিষদের অর্থায়নে ও সহযোগিতায় উপজেলার ৩শ ৫০ জন কৃষকের এক কেজি সরিষা বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভুইঁয়া রাখিল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বনিক, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল হাসান প্রমূখ।