নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে রেললাইনের পাশের গাছে ঝুলন্ত অবস্থায় উজ্জ্বল (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়াচর গেট বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উজ্জ্বল গাজীপুর মহানগর ৪১ নং ওয়ার্ডের উজিরপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে স্থানীয়রা বাদুয়াচর গেট বাজার এলাকায় রেললাইনের ২০ ফুট দূরে একটি গাছে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে গাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া বলেন, গাছে যুবকের গলা রশি দিয়ে বাঁধা ছিলো। আমরা খবর পেয়ে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
নরসিংদীর কন্ঠস্বর /এস বর্মণ/ স. ২১৩৫/