মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা) এর উদ্যোগে নারী অভিবাসী কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধিকরণ কার্যক্রম এর আওতায় ফলোআপ নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে বুধবার (১৯ অক্টোবর) দুপুরে শিবপুর উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা কার্যালয়ের ইনচার্জ রুবি বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা) এর প্রধান পরিচালক লিলি জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও অভিবাসী নারী শ্রমিকরা উপস্থিত ছিলেন।