নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে তিতাসগ্যাস কর্তৃপক্ষ।
কোনাবাড়ী থানাধীন পুকুর পাড় এলাকায় আনোয়ার খালাসির ১টি,সাইফুল ইসলামের বাড়ির ১টি রাইজার অপসারণ করা হয়। এছাড়াও আরো ৪ টি বাড়ীর প্রায় শতাধিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান তিতাসগ্যাস কর্তৃপক্ষ। একই এলাকার আকরাম আলীর মেয়ের জামাইর বাড়িতে অবৈধভাবে রাইজার উত্তোলন করে গ্যাস ব্যাবহারের কারণে সংযোগ টি বিচ্ছিন্ন করে কিলিং করা হয়েছে।
তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের সহকারী কর্মকর্তা (হিসাব) মোঃ শফিকুল আলম জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় উপস্থিত ছিলেন, তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি চন্দ্রা জোনাল অফিসের অন্যান্য কর্মকর্তা।