ফারদিন হাসান দিপ্ত, নিজস্ব প্রতিবেদক : হিন্দু সম্প্রদায়ের লক্ষী পূজা উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের সকল পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ করেন জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী।
মঙ্গলবার বিকেলে জিনারদী ইউনিয়নের রাবান, কুড়াইতলি, বরাব,পন্ডিতপাড়া সহ জিনারদী ইউনিয়নের ৩৩টি পূজা মন্ডপ পরিদর্শন করে পূজা মন্ডপ এর পরিস্থিতি ও অসুবিধা সম্পর্কে জানতে চান তিনি। এসময় সকল পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ করেন।
এসময় ইউপি চেয়ারম্যানের সাথে পূজা মন্ডপ পরিদর্শন করেন জিনারদী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন নেতা-কর্মীরা।