সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : আজ ১ অক্টোবর নরসিংদী-২ আসনের এমপি ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপের শুভ জম্মদিন।
এ উপলক্ষে শনিবার রাতে পলাশ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দলটির দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনাীরদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার,
ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ।