1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার নরসিংদীতে রয়েল এনফিল্ড “মোটো স্টুডিও” শোরুম উদ্বোধন তরুণরাই আগামীর সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করবে: খোকন বিতর্ক প্রতিযোগিতায় পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ চ্যাম্পিয়ন পাঁচদোনায় শিক্ষককে মারধর, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ আমরা কারো প্রভুত্ব বা অপশাসন চাই না : জুয়েল নরসিংদীতে মিলেনিয়াম ২০০০ ব্যাচ এর মেগা প্রোগ্রাম রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত নিজেকে আগে সংস্কার না করলে কোন সংস্কার কাজে আসবে না : মঈন খান শিবপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ নরসিংদীর মেঘনায় অবৈধ বালু উত্তোলন; ভাঙ্গন আতঙ্কে ৩ উপজেলার বেশ কয়েক গ্রামবাসী

রায়পুরায় “সমাজ সেবা সংঘ” এর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

হারুনুর রশিদ :
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৫ বার

হারুনুর রশিদ : নরসিংদীর রায়পুরায় স্বেচ্ছাসেবী সংগঠন “সমাজ সেবা সংঘ “এর উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। আজ সোমবার উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে কর্মসূচি।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুহেরা আক্তার, মুস্তাক আহাম্মেদ, হুমায়ুন কবির, হারুনুর রশিদ, সংগঠনের সদস্য আবদুর রহমান, শহিদুল ইসলাম শান্ত, তারেক রহমান, নুরুন্নবী, শরীফসহ সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

জানা গেছে, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি-২০২২ এর আওতায় আজ ২য় ধাপে সাড়ে তিন শতাধিক স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ক্যাম্পেইন সংগঠনের সদস্যদের সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হয়।

পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সুহেরা আক্তার বলেন, আজকের এ কর্মসূচির মধ্যেমে শিক্ষার্থীরা অনেক উপকৃত হলো। ইউনিক আইডিসহ বিভিন্ন কাজে এই রক্তের গ্রুপ নির্ণয় প্রয়োজন ছিল। এই সংগঠনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আজ ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরেছে। এ কাজ সম্পন্ন করায় তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সমাজ সেবা সংঘ এর সদস্য আবদুর রহমান বলেন, আমরা সামাজিক বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা দ্বিতীয় ধাপে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছি। আগামীতেও ধারাবাহিক ভাবে বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT