বাংলা চলচ্চিত্রে যার দর্শক প্রিয়তা ছিল আকাশচুম্বী সেই বাংলা সিনেমার কালজয়ী মহানায়ক সালমান শাহ’র আজ ১৯ সেপ্টেম্বর ৫১ তম জন্মদিন। বেঁচে থাকলে ৫২ বছরে পা দিতেন অসংখ্য ভক্তের এই স্বপ্নের নায়ক।
সালমান শাহ ওরফে মোহাম্মদ শাহরিয়ার ইমন ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। সালমান শাহ ছিলেন পরিবারের বড় ছেলে।
সালমান সাহ সাড়ে ৫ বছরের চলচ্চিত্র জীবনে ২৭টি বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন। সেই সময়টায় চলচ্চিত্রের দারুন একটা সুসময় ছিল। ৯০ দশকে যারা ছিলেন কিশোর- তরুণ তাদের অনেকেরই হৃদয়ে সালমান সাহ দেশের সেরা রোমান্টিক অভিনেতা ছিলেন।
১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত ছবির মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পা রাখেন তিনি। এর পর থেকে তাকে আর পিছনে তাকাতে হয়নি। একের পর এক ব্যবসা সফল ছবি ও দর্শক জনপ্রিয়তা দিয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করে ফেলেন সালমান শাহ।